পাল্টে গেল বাংলাদেশের ৫ টি জেলার ইংরেজী বানান
বাংলা নামের সঙ্গে মিল রাখতে এইবার পাল্টানো হল বাংলাদেশের ৫ টি জেলার ইংরেজী বানান। গত ০২-০৪-২০১৮ইং তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বগুড়া ও যশোর। পূর্বের ইংরেজী বানান ও নতুন ইংরেজী বানান গুলো নিচে দেওয়া হলঃ
পূর্বের ইংরেজী বানান নতুন ইংরেজী বানান
০১. Chittagong Chattogram
০২. Comilla Cumilla
০৩. Barisal Barishal
০৪. Bogra Bogura
০৫. Jessore Jashore
ভিডিও টি দেখতে নিচের ভিডিও এর উপর ক্লিক করুন
Comments
Post a Comment