বাংলা শুভ নববর্ষ সত্যি কি হিন্দুদের উৎসব ? বাংলা শুভ নববর্ষ এটি বাঙ্গালিদের একটি সর্বজনীন উৎসব বাংলা শুভ নববর্ষ তথা পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে শুভ নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙ্গালিরাও এই উৎসবে অংশ নেয়। সে হিসেবে এটি বাঙ্গালিদের একটি সর্বজনীন উৎসব। বিশ্বের সকল প্রান্তের সকল বাঙ্গালি এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সুখ ও সমৃদ্ধময় হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা একে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়। এই দিনে ব্যবসায়ীরা হালখাতা অনুশঠান এর মাধ্যমে ব্যবসায়ের নতুন হিসাব চালু করে। এই দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোন পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলাদেশে এরশাদ স্বারকার আমল থেকে বাংলা একাডেমী ক
For The Different Thinking.